ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের জল্পনার শেষ হয়েছে গত শনিবার। ভারতীয় কিংবদন্তি ইনস্টাগ্রামে ছোট্ট করে জানিয়েছেন অবসরের খবর।

২০১৪ সালে টেস্ট ক্রিকেট থেকে ধোনির অবসরেও ছিল না চটকদার কিছু। অস্ট্রেলিয়া সফরে বক্সিং ডে টেস্ট শেষে সংবাদ সম্মেলনেও কোনো ইঙ্গিত দেননি ধোনি। কিন্তু সংবাদ সম্মেলন শেষের ৪৫ মিনিট পর ভারতীয় বোর্ডের একটি বিবৃতিতে জানানো হয়, সাদা পোশাকে আর খেলবেন না ধোনি।

এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে চূড়ান্ত অবসরও আড়াল থেকেই নিলেন ধোনি। নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বললেন, তুমুল জনপ্রিয় একজনের বিদায় এমন হওয়া উচিত নয়।

“ বিশ্বজুড়ে ধোনি কোটি ভক্ত আছে যারা তাকে মাঠে দেখতে চায়। আমার মতে, এই মাপের একজন ক্রিকেটারের ঘরে বসে অবসর নেওয়া ঠিক হয়নি। মাঠ থেকে অবসরের ঘোষণা দেওয়া উচিত ছিল তার।”

২০১৩ সালে আড়ম্বরপূর্ণ আয়োজনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন আরেক ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকার। তাকে বলা একটি কথা ধোনির প্রসঙ্গে তুলে ধরলেন ইনজামাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *