মেদ কমাতে নগ্নতা

 বিডি নিউজ ৬৪: দিন দিন কাজের চাপের ফলে নিজের দিকে নজর দেওয়াটা কার্যত কঠিন হয়ে পড়ছে। ফলে, একদিকে ক্রমশ দেহে জমছে অতিরিক্ত ক্যালোরি। অতিরিক্ত ক্যালোরি জমতে জমতে রীতিমত মোটাও হওয়া। আত আপনি যত মোটা হবেন, শরীরে ক্রমশ বাসা বাঁধবে একের পর এক রোগ। কিন্তু আপনি কি জানেন, প্রতিদিনের সাধারণ কাজগুলোর মাধ্যমেও শরীরের বাড়তি ক্যালরি একেবারে ঝরিয়ে ফেলা সম্ভব!

হ্যাঁ, একটু বাড়িয়ে বলা নয়। এটাই আধুনিক গবেষণা। গবেষকরা বলছেন, মূল কথা হল ঘাম ঝড়ানো। এজন্যে জিমে যাওয়া মেপেঝপে খাওয়াদাওয়ার কী দরকার? এমনই কয়েকটি উপায় দেখে নিন :

আয়নার সামনে খাওয়া:  শুনতে পাগলামি মনে হলেও আয়নার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে খাওয়া ওজন কমাতে নাকি অনেকটাই সাহায্য করে। মূলত এভাবে আপনি কী খাচ্ছেন এবং কীভাবে খাচ্ছেন তা চোখে পড়ে। তবে পদ্ধতিটি শুধু একা খাওয়ার ক্ষেত্রেই কার্যকরী।

কাপড় পরিষ্কার করা: নিজ ঘরের, নিজে কাজ করা মানুষের সংখ্যা বর্তমান যুগে অনেক কম। তবে কাপড় ধো্য়া, জল নিংড়ানো, শুকানো এই কাজগুলোর মাধ্যমে প্রায় ১২০ ক্যালরি পোড়ানো সম্ভব।

বন্ধুদের সঙ্গে আড্ডা:  আড্ডা দিয়েও ওজন কমানো সম্ভব। গবেষণা বলছে, বন্ধুদের সঙ্গে এক ঘণ্টা আড্ডা দিয়ে ঝরানো সম্ভব প্রায় আড়াইশ ক্যালরি। তবে আড্ডায় বসে মদ্যপান বা স্ন্যাকস খেতে থাকলে অবশ্যই কোনও কাজ হবে না। কী খাচ্ছেন সেদিকে নজর রাখতে হবে এবং নাচানাচি লাফালাফি করে আড্ডা মাতিয়ে রাখুন।

শপিং মলে ঘোরাঘুরি: তিন, চার ঘণ্টা শপিং মলে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি ওজন কমানোতে অবশ্যই সহায়ক। তবে অনেকেই বাজার শেষে পুরোপুরি নিস্তেজ হয়ে পড়েন। তাই পর্যাপ্ত জল খাওয়া জরুরি।

ঘর পরিষ্কার: মোছা, ঝাড়ু দেওয়া ইত্যাদি গৃহস্থালি কাজগুলোকেই পরিণত করতে পারেন ব্যায়ামে। যেমন : কাপড় ইস্ত্রি করায় ঝরে ৯০ ক্যালরি। ১৩০ ক্যালরি ঝরে ঘর মোছায়। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করায় ঝরে প্রায় ১০০ ক্যালরি। জানালা মুছে ঝরানো সম্ভব ১২০ ক্যালরি।

কাপড় পাল্টানো:  ‍আধা ঘণ্টা ধরে আলমারির কয়েকটি কাপড় পরে দেখেও ক্যালরি ঝরানো সম্ভব। তাই ঘরে বসে যখন এক ঘেয়েমি লাগবে ঝাপিয়ে পড়ুন আপনার আলমারির ভেতর। তবে ঘরের ফ্যান বন্ধ করে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *