শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

‘ফেরার টিকিট পেয়েছি। খুব ভালো লাগছে। শনিবার আমার ফ্লাইট। তবে দুশ্চিন্তাও আছে। করোনা টেস্ট করাতে হবে।’ আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কথাগুলো বলছিলেন সৌদিপ্রবাসী মোহাম্মদ হোসেন। রাজধানীর কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের টিকিট কাউন্টার থেকে ফ্লাইটের টিকিট পেয়েই তিনি হন্তদন্ত হয়ে বের হয়ে যান। এ সময় মোহাম্মদ হোসেন বলেন, ‘মহাখালীতে করোনার নমুনা দিতে যাব। কাল রিপোর্ট না পেলে ফ্লাইট বাতিল। রিপোর্ট পজিটিভ হলেও যাওয়া হবে না।’

আজ সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের কাউন্টার থেকে ৫০১ থেকে ৮৫০ নম্বর টোকেনধারী ৩৫০ জনের সৌদি ফেরার টিকিট নিশ্চিত করা হয়। এদিন সকাল ১০টা থেকে টিকিট দেওয়া শুরু হয়। তবে যাঁরাই টিকিট পেয়েছেন, তাঁদের সবার গন্তব্য ছিল মহাখালী ডিএনসিসি মার্কেটের করোনা পরীক্ষাকেন্দ্র।

আরেক সৌদিপ্রবাসী মো. সিদ্দিকও যাচ্ছিলেন মহাখালী। তিনি প্রথম আলোকে বলেন, ‘গত রোববার টোকেন নিছি। এরপর তিন দিন সৌদি এয়ারলাইনসের অফিসে ঘুরছি। আমার মা হাসপাতালে ভর্তি। টিকিট পেয়ে দেখছি কাল ফ্লাইট। কিন্তু মাকে দেখার সময় পাচ্ছি না। এখন মহাখালী যাচ্ছি করোনা টেস্ট করাতে।’

কাল শনিবার সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের কাউন্টার থেকে ৮৫১ থেকে ১২০০ নম্বর টোকেনধারীদের ফেরার টিকিট দেওয়া হবে। রোববার ১২০১ থেকে ১৫০০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হবে। যাঁরা টোকেন পাননি, তাঁদের ২৯ সেপ্টেম্বর আসতে বলা হয়েছে। এই সময় পর্যন্ত সৌদি আরব যাওয়ার জন্য কোনো টিকিট বিক্রি করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *