সন্ত্রাস মোকাবেলায় এক বাংলাদেশ-ভারত: তথ্যমন্ত্রী

বিডি নিউজ ৬৪: সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ-ভারত একসাথে কাজ করবে, সাক্ষাৎ শেষে এ কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন স্রিংলা। আজ বুধবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন স্রিংলা তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর পর দুজনই সাংবাদিকদের ওই কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের নানাভাবে সহযোগিতা করেছে ভারত। শেখ হাসিনার নেতৃত্বে গত ৭ বছরে এই বন্ধুত্ব আরও গভীরতর হয়েছে। আমরা যৌথভাব সন্ত্রাসবাদ মোকাবেলায় কাজ করব। সন্ত্রাসবাদ-জঙ্গিবাদসহ বিভিন্ন বিষয়ে যৌথভাবে তথ্য আদানপ্রাদানের কথাও জানান হাসানুল হক ইনু।

পরে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন স্রিংলা বলেন, বাংলাদেশ ভারতের পরীক্ষিত বন্ধু। আমরা বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় একসাথে কাজ করব। বিশেষ করে সন্ত্রাসবাদ মোকাবিলায় একে-অপরকে সাহায্য করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *