বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক গভীর হতে যে পাঁচটি বাধা

পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হবার পর প্রায় অর্ধশত বছর হতে চললেও দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতি হয়নি।

যদিও বুধবারের এক ফোনালাপের বরাতে জানা যাচ্ছে, বাংলাদেশের সাথে গভীর সম্পর্ক চায় পাকিস্তান।

কূটনৈতিক পর্যবেক্ষকদের চোখে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে পাকিস্তানের প্রকাশ্য অবস্থান এবং বিচারের বিরোধিতা করায় দুই দেশের সম্পর্ক একবারে তলানিতে রয়েছে।

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক খারাপ থেকে খারাপতর হয়েছে, এমনটিই ধারণা পাকিস্তানে নিযুক্ত সাবেক বাংলাদেশের হাই কমিশনার সোহরাব হোসেনের।

তিনি বলেন, “বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচারে পাকিস্তানের বিরোধিতার পর সেই অবস্থা আরও বেশি খারাপ হয়েছে।”

দুদেশের মধ্যে যেটুকু সম্পর্ক আছে সেটাকে ‘উপরে উপরে’ বলে মনে করেন মুক্তিযুদ্ধের ইতিহাসের গবেষক আফসান চৌধুরী।

তার মতে, “বাংলাদেশের সঙ্গে তো পাকিস্তানের কোন সম্পর্কই নেই”।

“বিশেষ করে ‘৭১ এর পরে এই সম্পর্ক গাঢ় হওয়ার সম্ভাবনা খুবই কম। বিশেষ করে আমাদের প্রজন্ম যতদিন থাকবে তারা তো ‘৭১ এর স্মৃতি নিয়েই বেঁচে আছে।”

“বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালও হবে না, খারাপও হবে না। সম্পর্ক ভীষণ খারাপ হওয়া থেকে একটু কম খারাপ হতে পারে, কিন্তু ভাল হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *