ব্রাজিলের প্রেসিডেন্ট তৃতীয় করোনাভাইরাস পরীক্ষার ফলও ‘পজিটিভ’

তবে এখনও তার শরীরে গুরুতর কোনো অসুবিধা দেখা দেয়নি জানিয়ে বুধবার দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘‘গতকাল (মঙ্গলবার) আবারও প্রেসিডেন্টের পরীক্ষা করা হয়েছে। এতে ফল পজিটিভ এসেছে। তবে তিনি সুস্থ আছেন এবং চিকিৎকদের নজরদারিতে রয়েছেন।”

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী ছড়িয়ে পড়ার শুরু থেকেই মারাত্মক সংক্রামক এই রোগটিকে উপেক্ষা করে আসছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এ রোগের বিস্তার রোধে বলতে গেলে কোনও ব্যবস্থাই তিনি গ্রহণ করেননি।

দেশবাসী হাতেনাতে তার ফল ভোগ করছে। করোনাভাইরাস সংক্রমণ এবং মৃত্যুর দিক দিয়ে তালিকায় দুই নম্বরে উঠে এসেছে ব্রাজিল। তাদের আগে আছে শুধু যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *