‘কোনো ধরনের চুক্তি নেই’ জাকারবার্গের, ট্রাম্পের সঙ্গে

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সবসময়ই তাঁর বিরুদ্ধে -যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্য উড়িয়ে দিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

“আমি পরিষ্কারভাবে বলছি: এমন কোনো চুক্তি হয়নি”। – বলেছেন জাকারবার্গ। “আসলে পুরো ব্যাপারটিই বেশ অদ্ভুত।” – যোগ করেছেন তিনি। — প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের।

বিদ্বেষমূলক বক্তব্য ও বিকর্কিত কনটেন্ট প্রশ্নে বর্তমানে চাপের মুখে রয়েছে ফেইসবুক। বিজ্ঞাপন বয়কটের মুখে এরইমধ্যে অনেক খ্যাতনামা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন হারিয়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞাপন বয়কট কর্মসূচীর আয়োজকদের দাবি, বিদ্বেষমূলক বক্তব্য ও বিকর্কিত কনটেন্ট প্রশ্নে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে ফেইসবুককে, এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কনটেন্টেও ছাড় দেওয়া চলবে না।

ফেইসবুক অবশ্য দীর্ঘদিন ধরেই কনটেন্টে ‘সত্যতা যাচাই’, ‘লেবেল’ জুড়ে দেওয়া এবং কনটেন্ট নামিয়ে নেওয়ার বিপক্ষে। তবে, সম্প্রতি ট্রাম্প প্রশাসনের একটি বিজ্ঞাপন নামিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। ওই বিজ্ঞাপনে নাৎসি জার্মানির প্রতীক ছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *