একের ভেতর তিন মেসির মতো নেইমারও

বার্সেলোনায় চার বছরের সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের ইতি টেনে ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দেন নেইমার। প্যারিসের ক্লাবটিতে বেশ কয়েকটি শিরোপা জিতলেও সেখানে কখনোই তাকে স্বরূপে দেখা যায়নি। বারবার চোটে পড়েছেন, হয়েছেন নেতিবাচক খবরের শিরোনাম।

তাই প্রথম মৌসুমের শেষ দিক থেকেই শুরু হয়েছে তার পুরনো ঠিকানায় ফেরার গুঞ্জন। গত মৌসুমের শেষভাগে তো তিনি সরাসরিই বলে দেন, ফিরতে চান কাতালুনিয়ায়। তাকে পেতে আগ্রহী ছিল কাম্প নউয়ের দলটিও। তবে দুই ক্লাবের দরকষাকষিতে শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি।

আলভেসের মতে, এই দুজনের একজনকে দলে পাওয়া মানেই যেন এক সঙ্গে তিন জনকে পাওয়া। ভেঙে বললে, ১১ নয়, ১৩ জন নিয়ে মাঠে নামা!

সম্প্রতি কাতালুনিয়া রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন আলভেস। সেই বিশদ আলাপচারিতায় বড় এক অংশ জুড়ে ছিল নেইমার-বার্সেলোনা প্রসঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *