৯ নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি
৯ নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি

৯ নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি

বিডি নিউজ ৬৪: সেঞ্চুরির সব সময় আলাদা একটি মাহাত্ম্য আছে। যার স্বাদ পেতে চায় সব ক্রিকেটারই।

তবে ক্রিকেটারটি যদি হয় দলের ৯ নম্বর ব্যাটসম্যান তবে সেই মাহাত্ম্য সীমা অতিক্রম করে যায়। ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টে এমনই এক ইতিহাস গড়লেন এক ম্যাচ আগে অভিষিক্ত জয়ন্ত যাদব। দলকে নিরাপদ স্কোরে পৌঁছে দিতে তিনি খেললেন এক মহাকাব্যিক ইনিংস।ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে টেস্ট অভিষেক হয় জয়ন্তর। সেই টেস্টের প্রথম ইনিংসে তিনি ৩৫ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৭ রান করেন। সেই টেস্টে মুম্বাই টেস্টের মতো রান বন্যা বয়ে যায়নি। মুম্বাই টেস্টে ইংল্যান্ডের ৪০০ রানের জবাবে দুই সেঞ্চুরি আর এক ডাবল সেঞ্চুরিতে ভারত করেছে ৬৩১ রান। জয়ন্ত যাদবের ২০৪ বলে ১৫ বাউন্ডারিতে ১০৪ রানের ইনিংসটি এই রানের পাহাড় গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অষ্টম উইকেটে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ২৪১ রানের জুটি গড়েন তিনি।

৯ নম্বরে ব্যাট হাতে নেমে মুম্বাই টেস্টে এই ব্যাটিং পজিশনে ভারতের হয়ে এর আগে কখনো কেউই সেঞ্চুরি করতে পারেননি। জয়ন্তর এমন সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে প্রথমবারের মতো নাম উঠল ভারতেরও। টেস্ট ক্রিকেট ইতিহাসে সপ্তম কোনো দলের (ভারত) ৯ নম্বর ব্যাটসম্যান সেঞ্চুরি করলেন। আর বিশ্বের ২০তম ব্যাটসম্যান হিসেবে ৯ নম্বরে ব্যাট হিসেবে সেঞ্চুরি করলেন জয়ন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *