১ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা

১ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা

বিডি নিউজ ৬৪: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিএস) পরীক্ষা ১ নভেম্বর থেকে শুরু হবে।
পরীক্ষায় এবার ২৪ লাখ ১০ হাজার ১৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ আজ সচিবালয়ে মন্ত্রণালযটির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বলেন, চলতি বছর দেশব্যাপী ২৮ হাজার ৮৪৪টি কেন্দ্রে ২৪ লাখ ১০ হাজার ১৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
শিক্ষা সচিব মো. সোহরাব হোসেইন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চলতি বছর মোট ২০ লাখ ৩৫ হাজার ৫৪৩ জন জেএসসি পরীক্ষার্থীর মধ্যে ৯ লাখ ৪৭ হাজার ৯৩৩ জন ছাত্র ও ১০ লাখ ৮৭ হাজার ৬১০ জন ছাত্রী। জেডিসি’র মোট ৩ লাখ ৭৮ হাজার ৪৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭৫ হাজার ২১৯ জন ছাত্র ও ১ লাখ ৯৯ হাজার ২৪৩ জন ছাত্রী।
জেএসসি ও জেডিসি পরীক্ষা ১ নভেম্বর শুরু হয়ে ১৭ নভেম্বর শেষ হবে। এর ৩০ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হবে।
মন্ত্রী বলেন, এ দু’টি পরীক্ষা শুরুর পর থেকে পরীক্ষার্থীর সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে। যা মাধ্যমিক স্তরে ঝরে পড়ার সংখ্যা রোধে ইতিবাচক ভূমিকা রাখছে।
তিনি বলেন, পরীক্ষার এই ব্যবস্থা শিক্ষার্থীদের সার্টিফিকেট পেতে বিদ্যালয়ে আসতে আগ্রহী করছে। যা তাদের মাঝে শিক্ষা অব্যাহত রাখার ব্যাপারেও তাদের মাঝে আগ্রহের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *