গলফের রাজা পালমারের মহাপ্রস্থান
গলফের রাজা পালমারের মহাপ্রস্থান

গলফের রাজা পালমারের মহাপ্রস্থান

বিডি নিউজ ৬৪: ‘কিং  অব গলফ’ খ্যাত আমেরিকান গলফার আর্নল্ড পালমার পৃথিবীর মায়া কাটিয়ে অনন্তলোকের উদ্দেশ্যে যাত্রা করেছেন। গতকাল ২৫ সেপ্টেম্বর পেনসিলভানিয়ার পিটসবার্সে তিনি মৃত্যুবরণ করেন। আমেরিকার গলফ অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে সংবাদ সংস্থা সিএনএন এই তথ্য জানিয়েছে।

গলফ খেলাকে জনপ্রিয় করার পেছনে অনবদ্য ভূমিকা রেখেছেন আর্নোল্ড পালমার। চমৎকার ব্যক্তিত্বের অধিকারী আর্নোল্ড পালমার নিজের আচরণ গুণে সবার কাছে ছিলেন ভীষণ জনপ্রিয়। ৩ বছর বয়স থেকেই গলফ-এ তালিম নিতে শুরু করেছিলেন তিনি। পালমারই প্রথম খেলোয়াড় যিনি গলফ খেলে এক মিলিয়ন ডলারের মালিক হওয়ার রেকর্ড গড়েছিলেন। ১৯৬০ ও ১৯৬১ সালে ইউএস ওপেন, ব্রিটিশ ওপেনসহ  ৯০টির বেশি গলফ টুর্নামেন্ট জিতেছেন আর্নোল্ড পালমার। মৃত্যুকালে আর্নোল্ড পালমারের বয়স হয়েছিল ৮৭ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *