'বাংলাদেশের বোলিংই এখন বিশ্বের সেরা'
'বাংলাদেশের বোলিংই এখন বিশ্বের সেরা'

‘বাংলাদেশের বোলিংই এখন বিশ্বের সেরা’

বিডি নিউজ ৬৪: আফগানদের সাথে রবিবার লড়াই শুরু। প্রতিপক্ষ দলটির বড় শক্তি তাদের বৈচিত্র্যময় বোলিং। তাদের সমীহই করছেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু মাশরাফি বিন মর্তুজা নিজেদের বোলিং আক্রমণক এগিয়ে রাখছেন সবার চেয়ে। তার চোখে ‘বিশ্বের সেরা বোলিং’ আক্রমণ এখন বাংলাদেশেরই।

প্রথম ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে উঠে এলো বোলিংয়ের প্রসঙ্গটি। শনিবার সেই প্রসঙ্গে বলতে গিয়ে মাশরাফি বললেন, “আফগানিস্তানের বোলিং আক্রমণ অবশ্যই খুব ভালো। আসলে তাদের পুরো দলটাকেই আমরা সম্মান করছি। তারা ভালো দল। তবে ব্যাপার হচ্ছে, আমরা নিজেরা বিশ্বাস করি, বিশ্বের সেরা বোলিং লাইন আপ এখন আমাদের। আমরা সবাই এটি বিশ্বাস করি।”

বিশ্বাস খুব বড় ব্যাপার। কিন্তু মাশরাফির কথা ধরে বাস্তবতাও দেখুন। মাশরাফি নিজে চ্যাম্পিয়ন বোলার। ভিন্ন অ্যাকশনের রুবেল হোসেন ফিরেছেন। তরুণ তাসকিন আহমেদের নিষেধাজ্ঞাও কেটেছে। এই দলেই আরেক পেসার অভিজ্ঞ শফিউল ইসলাম। কেবল বাঁ হাতি পেস বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমানের অভাব। স্পিনে সাকিব আল হাসান। বিশ্বের সেরা ওয়ানডে অল-রাউন্ডার বোলিং র‌্যাংকিংয়ে চার নম্বরে। আছেন তারই মতো বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। অল-রাউন্ডার মাহমুদ উল্লাহ অফ স্পিনে কাজে আসেন প্রয়োজনে। দরকারে লেগ স্পিন করতে পারবেন সাব্বির রহমান। নাসির হোসেন একাদশে থাকলে অফ-স্পিনে তিনিও কার্যকর। ১৪ জনের দলে এমন বৈচিত্র তো চোখে পড়ার মতো। তার ওপর গত বছরের টানা চারটি সিরিজ জয় তো বোলারদের সামর্থ্য ও সম্ভাবনাকে গোটা দুনিয়ার সামনেই তুলে ধরেছে। মাশরাফি তাই এমন দাবি করতেই পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *