বন্যা দুর্গত উত্তর কোরিয়াকে ত্রাণ দেয়ার বিষয় নাকচ দক্ষিণ কোরিয়ার
বন্যা দুর্গত উত্তর কোরিয়াকে ত্রাণ দেয়ার বিষয় নাকচ দক্ষিণ কোরিয়ার

বন্যা দুর্গত উত্তর কোরিয়াকে ত্রাণ দেয়ার বিষয় নাকচ দক্ষিণ কোরিয়ার

বিডি নিউজ ৬৪: দক্ষিণ কোরিয়া শুক্রবার বন্যা দুর্গত উত্তর কোরিয়াকে ত্রাণ দেয়ার কথা নাকচ করে দিয়ে বলেছে, নেতা কিম জং-উন এক্ষেত্রে যেকোন সহযোগিতার জন্য কৃতিত্ব দাবি করবেন। পিয়ংইয়ং এ বন্যাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ‘সবচেয়ে ভয়াবহ দুর্যোগ’ হিসেবে অভিহিত করে।
দেশটি বন্যা কবলিত হয়ে পড়ায় ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) বুধবার উত্তর কোরিয়ার নাগরিকদের সাহায্যে জরুরি তহবিল গঠনে এক কোটি ৫৫ লাখ ডলারের সাহায্যের আবেদন জানিয়েছে।
জরুরি ভিত্তিতে সহযোগিতা প্রদান না করলে দারিদ্রপীড়িত এ দেশে আরেক ধরনের দুর্যোগের মুখে পড়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছে তারা।
গত সপ্তাহে জাতিসংঘ জানায়, উত্তর কোরিয়ায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১৩৮ জনের মৃত্যুর এবং প্রায় ৪শ’ জন নিখোঁজ থাকার খবর জানা গেছে। বন্যার ফলে দেশের উত্তরপূর্বাঞ্চলের অনেক গ্রামের ব্যাপক ক্ষতি হয়েছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, উত্তর কোরিয়ার এক লাখ ৪০ হাজার লোকের সাহায্য প্রয়োজন। এদিকে আইএফআরসি জানায়, হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রায় ৭০ হাজার লোক গৃহহীন অবস্থায় রয়েছে।
একত্রিকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র জিওন জন-হী সাংবাদিকদের বলেন, সিউল উত্তর কোরিয়াকে কোন সাহায্য করলে ‘কিম জং-উন এ জন্য কৃতিত্ব নেবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *