খেলার সময় নেই ক্লার্কের বিগ ব্যাশে!

বিডি নিউজ ৬৪: সিডনি প্রিমিয়ার ক্রিকেট দিয়ে খেলায় ফিরছেন মাইকেল ক্লার্ক। কিন্তু দেশের বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগের জন্য সময় নেই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের। তিনি নিজেই জানিয়েছেন, পুরো দস্তুর ধারাভাষ্যকার হয়ে যাচ্ছেন। তাই খেলতে পারবেন না আসন্ন বিগ ব্যাশে।

গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ক্লার্ক। ৩৫ বছরের এই ব্যাটসম্যান এবার সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন। সেটা নিজে জানিয়েছেন। টুইটার অ্যাকাউন্টে ক্লার্ক আরো জানালেন, চ্যানেল নাইনের ওয়াইড ওয়ার্ল্ড অব স্পোর্টস কমেন্ট্রি টিমের সাথে কাজ করার চুক্তি সই করেছেন। বিস্তারিত কিছু জানাননি। তবে এও বলেছেন, এই কারণে অন্য কাজ করা হবে না। অন্য খেলা হবে না। বিগ ব্যাশে খেলবেন না। তবে বিগ ব্যাশে কোনো ক্লাব তাকে সই করাতে চেয়েছিল কি না তাও জানাননি তিনি।

চ্যানেল নাইন ম্যাটাডোর কাপ এর সম্প্রচার দিয়ে মৌসুম শুরু করবে। অস্ট্রেলিয়া দেশের মাটিতে খেলবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ। ওয়ানডে সিরিজ নিউজিল্যান্ড ও পাকিস্তানের সাথে। টি-টোয়েন্টি আছে শ্রীলঙ্কার সাথে। এই গ্রীষ্মে তাই ধারাভাষ্য নিয়ে ব্যস্ত সময়ই কাটাবেন ক্লার্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *