আজিম গ্রুপের দুই পোশাক কারখানায় চলছে শ্রমিক প্রতিনিধি নির্বাচন

বিডি নিউজ ৬৪:দেশের স্বনামধন্য শতভাগ রপ্তানিমূখী তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠান আজিম গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান গ্লোবাল ফ্যাশন গার্মেন্টস লিমিটেড ও গ্লোবাল আউটার ওয়্যার লিমিটেডে পোশাক শ্রমিকদের প্রতিনিধি নির্বাচন চলছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হওয়া এ নির্বাচন চলবে বিকাল ৪ টা পর্যন্ত। শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা এ নির্বাচন পর্যবেক্ষণ করছেন। প্রতিনিধি নির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন শ্রমিকরা।

প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা জানান, এই দুই কারখানায় ৪ হাজার ৬৪৭ জন পোশাকশ্রমিক কাজ করছেন। এর মধ্যে ভোটার সংখ্যা ৩ হাজার ৯৯৫।

কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে ১৮ জন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১০ জন নারী প্রার্থী রয়েছেন। নির্বাচিত ৯ জন প্রতিনিধি আগামী ২ বছরের জন্য শ্রমিকদের প্রতিনিধিত্ব করবেন।

শ্রমআইন অনুযায়ী শ্রমিক-মালিক পারস্পরিক আস্থা, বিশ্বাস, সমঝোতা, সহযোগিতা বৃদ্ধি, শ্রম আইনের প্রয়োগ, শৃঙ্খলাবোধে উৎসাহিত করা, নিরাপত্তা, পেশাগত স্বাস্থ্যরক্ষা এবং কর্ম পরিবেশের উন্নতি নিশ্চিত করতে শ্রমিক প্রতিনিধি নির্বাচন জরুরি। এছাড়া প্রশিক্ষণ, শিক্ষা, কল্যাণমূলক ব্যবস্থাসমূহের উন্নতি, উৎপাদন লক্ষমাত্রা অর্জন, উৎপাদন বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস এবং অপচয় রোধসহ উৎপাদনশীল পণ্যের মানোন্নয়নের ব্যাপারেও নির্বাচিত শ্রমিক প্রতিনিধিরা ভূমিকা রাখেন।

প্রতিষ্ঠান দুটি প্রতিষ্ঠার পর থেকেই নির্বাচিত শ্রমিক প্রতিনিধিদের মাধ্যমে কারখানায় প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *