দিনাজপুর চেম্বারে শামীম-আনোয়ারুল-পাপ্পু পরিষদ নির্বাচিত

উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. রফিকুল ইসলাম সমর্থিত প্যানেলের শামীম-আনোয়ারুল-পাপ্পু পরিষদের সবাই নির্বাচিত হয়েছে।

গত শনিবার চেম্বার ভবনে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত ওই নির্বাচনে একটি প্যানেলসহ দুইজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শামীম-আনোয়ারুল-পাপ্পু পরিষদের সদস্যরা হলেন- রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম পেয়েছেন ৯৭৫ ভোট, মো. আনোয়ারুল ইসলাম ৯৫৬, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু ৯৭৪, মো. আতাউর রহমান চৌধুরী ৯৭৮, আলহাজ্ব সৈয়দ সাগির আহমেদ ৯৮১, মো. মোস্তফা কামাল মিলন ৯৬০, মো. শামীম কবির ৯৭৮, শ্যামল কুমার ঘোষ ৯৩০, মো. আখতারুজ্জামান জুয়েল ৯৭৩, প্রতাপ কুমার সাহা পানু ৮৯৬, রাহবার কবীর পিয়াল ৯৬৫, শাহেদ রিয়াজ পিম ৯৮১, সৈয়দ মো. মাইনুল ইসলাম ৯২২, মো. হারুন উর রশিদ খান ৯৭৩, মো. সাদেকুল ইসলাম ৯৪০, মো. জর্জিস আনম ৯৪০, রঞ্জিত বসাক ৮২৩ ও মো. মিজানুর রহমান পাটোয়ারী ৯১৪।

এছাড়াও স্বতন্ত্র পদপ্রার্থী কাজী তাজ উল সামস্ প্রিন্স ৩৩৫ ও বেগম সুলতানা রাজিয়া জুই ৪৯০ পেয়ে নির্বাচিত হতে পারেননি।

নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে অ্যাডভোকেট আশফাক আহমেদ ও সদস্য হিসেবে গোলাম নবী দুলাল, অশোক কুমার কুন্ডু।

১৮টি পদের জন্য একজন মহিলাসহ ২০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ১ হাজার ৩৬৯ ভোটারের মধ্যে ১ হাজার ১৫জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *