বাংলাদেশে নতুন করোনাভাইরাসে (কোভিড-১৯) শূন্য থেকে ৪০ বছর বয়সীদের মৃত্যুহার কম। আর পৃথিবীর অন্যান্য দেশের মতো এখানেও ৬০ বছরের ঊর্ধ্বে বয়সীদের মৃত্যুহার বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বাংলাদেশে নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের প্রতি ১০০ জনের ৪৫ জনের বয়সই ৬০ বছরের বেশি। আর শূন্য থেকে ৪০ বছর বয়সীরা মারা গেছেন ১২ জন। বাকি ৪৩ জনের বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে।
বাংলাদেশে আজ মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭০৯ জন। এর মধ্যে বয়সক্রম অনুযায়ী শূন্য থেকে ১০ বছর বয়সী ১৮ জন মারা গেছে। ১১ থেকে ২০ বছরের ২৯ জন, ২১ থেকে ৩০ বছরের ৮১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১৮৪ জন মারা গেছেন। এ ছাড়া মোট মৃত্যুর ৩৮৭ জনের বয়স ৪১ থেকে ৫০, ৭৮০ জনের বসয় ৫১ থেকে ৬০ এবং ১ হাজার ২৩০ জনের বয়স ৬০ বছরের বেশি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল