আরব আমিরাতের মহাকাশযান মঙ্গল মিশনের সফল উৎক্ষেপণ

সফলভাবে শুরু হলো সংযুক্ত আরব আমিরাতের মঙ্গল গ্রহ অভিযান। জাপানের রকেটে করে আমিরাতের মহাকাশযান হোপ গেল লাল গ্রহের দিকে।

সোমবার জাপানের তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে ইউএই-র হোপ মহাকাশযান উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে জাপানি রকেটে করে হোপ-এর নিখুঁত উৎক্ষেপণ হলো। সাতমাস লাগবে মঙ্গল পৌঁছতে। তারপর তা কাজ শুরু করবে এবংমঙ্গল  পরিবেশ ও আবহাওয়া নিয়ে তথ্য পাঠাবে।

মঙ্গলের পথে থাকা মহাকাশযানটির সাত মাসে ৫০ কোটি কিলোমিটার পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পৌঁছে যানটি লাল গ্রহটিকে প্রদক্ষিণ করবে এবং মঙ্গলের আবহমণ্ডল সম্পর্কে পৃথিবীতে তথ্য পাঠাবে।

মঙ্গল অভিযানের কথা আমিরাত প্রথম ঘোষণা করে ২০১৪ সালে। এতদিন পর্যন্ত তারা ছিল পুরোপুরি তেল-নির্ভর দেশ। সেখান থেকে সরে এসে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে স্বনির্ভরতা পাওয়ার প্রয়াস শুরু হয় তখন থেকে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি হওয়া হোপ-এর সাফল্যের দিকে আমিরাত অনেক আশা নিয়ে তাকিয়ে আছে। কারণ, তাঁদের লক্ষ্য, ২১১৭ সালে মঙ্গলে বসতি স্থাপন করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *