প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, মসজিদের ইমাম গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেইসবুকে ‘কটূক্তি’, ইমাম গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং রাষ্ট্রবিরোধী ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের জন্য শনিবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন সনাতন চক্রবর্তীমাওলানা আবদুর রহমান দিদারী নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে শেরপুর উপজেলার কুসম্বীর বাগড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, শেরপুর উপজেলার বাগড়া কলোনি এলাকার মসজিদের ইমাম আবদুর রহমান দিদারী বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে কটূক্তি করে আসছিলেন। করোনা পরিস্থিতিতে মসজিদে জামায়াত সীমিত করা প্রসঙ্গেও তিনি একাধিকবার সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দেন নিজের ফেসবুক আইডি (Mawlana Abdur Rahman Didary) থেকে।

স্থানীয়রা এসব নিয়ে আপত্তি জানালেও তিনি আপত্তিকর পোস্ট করা থেকে বিরত হন নি। গতকাল শুক্রবার রাতে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এব্যাপারে শেরপুর থানায় মামলা দায়ের করেন। পরে রাতেই বাগড়া কলোনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন সনাতন চক্রবর্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *