বিডি নিউজ ৬৪: বাংলাদেশে নিযুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূত কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করছেন। এসময় তারা সাম্প্রতিক সময়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাথে কথা বলেন। তাদের মুখেই শুনেন নির্যাতনের নানা বর্ণনা। রোহিঙ্গাদের কাছ থেকে নির্যাতনের লোমহর্ষক বর্ণনা শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিন রাষ্ট্রদূত।
তারা সংবাদ মাধ্যমকে বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা যে নির্যাতনের কথা আমাদের বলেছে, তা নির্যাতন নয়, বরং এটা গণহত্যার শামিল। তাই এ ব্যাপারে বিশ্ববাসীকে এগিয়ে এসে সমধানের পথ বের করতে হবে।
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত মিজ জুলিয়া নিব্লেট, ব্রিট্টেনের রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেক ও কানাডার রাষ্ট্রদূত বিনো পিয়েরে লারামি বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও সকাল ১০ টার আগে কুতুপালং ক্যাম্প সংলগ্ন এসিএফ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। বেলা ১১ টায় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন। এর পর তারা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করে রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এসময় পালিয়ে আসা রোহিঙ্গারা তাদের উপর চলা নির্যাতনের কথা জানান তিন রাষ্ট্রদূতকে। এ সময় জেলা প্রশাসনের লোকজন ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সদস্যরা সাথে ছিলেন।
এর আগে গতকাল বুধবার বিকালে বিশেষ বিমানযোগে তিন দেশের এ রাষ্ট্রদূতগণ কক্সবাজার এসে পৌঁছেন। কক্সবাজার পৌঁছে বুধবার সন্ধ্যায় কক্সবাজারের জেলা প্রশাসকের পক্ষের কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান এ তিন রাষ্ট্রদূতের সাথে আলাপ করেন।
এদিকে গত ২৯ ও ৩০ জানুয়ারি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন কফি আনান কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। ৩১ জানুয়ারি মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটসহ ৯ সদস্যের প্রতিনিধি দল উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন। মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাথে কথা বলে পরিস্থিতি এবং সমস্যা সর্ম্পকে খোঁজ-খবর নেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল