গোপালগঞ্জের মধুমতি নদীর পাড় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জের মধুমতি নদীর পাড় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জের মধুমতি নদীর পাড় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

বিডি নিউজ ৬৪: গোপালগঞ্জের অবৈধভাবে মধুমতি নদীর পাড় থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সদর উপজেলার চর বয়রা, চর গোবরা এবং  গ্রীসনগর গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষ এ কর্মসূচি পালন করে।

আজ বৃহস্পতিবার সকালে গোবরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়সাল কবির কদরের অবৈধভাবে বালু কাটার প্রতিবাদে গোপালগঞ্জ শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনকারীরা জানায়, গোবরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়সাল কবির কদর ও তার লোকজন ইজারার নামে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এতে বাড়িঘর ও ফসলি জমি হুমকির মুখে রয়েছে। তারা দ্রুত বালু কাটা বন্ধসহ দোষীদের শাস্তির দাবি  জানান। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *