চট্টগ্রামের চকবাজারের একটি ওষুধের দোকানে অগ্নিকাণ্ডে পুড়ে
চট্টগ্রামের চকবাজারের একটি ওষুধের দোকানে অগ্নিকাণ্ডে পুড়ে

চট্টগ্রাম নগরীর চকবাজারের পুড়ে গেছে ওষুধের দোকান

বিডি নিউজ ৬৪: চট্টগ্রামের চকবাজারের একটি ওষুধের দোকানে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দোকানটি। গতরাত আড়াইটার দিকে চকবাজার থানার কাপাসগোলায় অবস্থিত দোকানটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আগ্রাবাদ স্টেশনের অপারেটর নজরুল ইসলাম জানান, কাপাসগোলার মকবুল সওদাগর লেইনে আবুল কাশেমের মালিকানাধীন ছয়তলা ভবনের নিচতলায় থাকা একটি ওষুধের দোকানে আগুন লাগে। এতে দোকানে থাকা ওষুধ ও কাগজপত্র পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধাঘণ্টা চেষ্টা চালানোর পর রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে নজরুল ইসলাম জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *