বোরহানউদ্দিনে যৌতুকলোভী স্বামীর নির্মমতার শিকার স্ত্রী
বোরহানউদ্দিনে যৌতুকলোভী স্বামীর নির্মমতার শিকার স্ত্রী

বোরহানউদ্দিনে যৌতুকলোভী স্বামীর নির্মমতার শিকার স্ত্রী

বিডি নিউজ ৬৪: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গরম লোহার ছ্যাঁকা দিয়ে সুমা (২২) নামে এক গৃহবধ‍ূকে নির্যাতনের ঘটনা ঘটেছে। আহত সুমাকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

 বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে উপজেলার পদ্মা মনসা গ্রামে এ ঘটনা ঘটে।

কিছুদিন আগে সুমার সঙ্গে বোরহানউদ্দিন উপজেলার পদ্মা মনসা গ্রামের ইদ্রিস আলীর প্রবাসী ছেলে রুবেলের বিয়ে হয়। বিয়ের দুই মাস পর ওমান চলে যান রুবেল। বুধবার রাতে বিদেশ থেকে হঠাৎ করে গ্রামের বাড়ি ফিরে আসেন তিনি।

সুমার মায়ের অভিযোগ, এ সময় কিছু বুঝে ওঠার আগেই লোহার রড গরম করে সুমার হাত, মুখ, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন রুবেল।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে কি কারণে সুমাকে নির্যাতন করা হয়েছে, তা জানা যায়নি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান- এখনও পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *