বিডি নিউজ ৬৪: নওগাঁর পত্নীতলা উপজেলার নির্মইল এলাকায় প্রাইভেট কারে করে পাচারের সময় এক হাজার ৯৭০ বোতল ফেনসিডিল আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সহযোগিতায় গুরখী গ্রামের আতাহারের দীঘিরপাড় এলাকা থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
পত্নীতলা থানার ওসি আজিম উদ্দীন ও সাপাহার থানার ওসি রেজাউল ইসলাম জানান, পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের গুরখী গ্রামের অদূরে আতাহারের দীঘিরপাড় এলাকার মাঠ দিয়ে সীমান্ত পেরিয়ে ভারত থেকে আসা বিপুল পরিমাণ ফেনসিডিল ঢাকা মেট্রো গ-১১-৮৭১০ নম্বর প্রাইভেট কারে বোঝাই করা হচ্ছিল। এ সময় নির্মইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিষয়টি পত্নীতলা ও সাপাহার থানা পুলিশ এবং ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নকে অবগত করেন।
পরে ১৪ বিজিবির রাধানগর ও শীতল মাঠ বিওপি ক্যাম্পের সদস্য এবং সাপাহার ও পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে এক হাজার ৯৭০ বোতল ফেনসিডিলসহ প্রাইভেট কারটি আটক করে। তবে এ সময় পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। এ ব্যাপারে পত্নীতলা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল