কুষ্টিয়ায় ট্রাক হেলপারের লাশ উদ্ধার
কুষ্টিয়ায় ট্রাক হেলপারের লাশ উদ্ধার

কুষ্টিয়ায় ট্রাক হেলপারের লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া থেকে জসিম (৩৫) নামে এক ট্রাক-হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে জানালা দিয়ে বসতঘরের মধ্যে জসিমের মরদেহ পড়ে থাকতে দেখে।

পরে পুলিকে খবর দিলে ঘরের তালা ভেঙ্গে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। নিহত জসিম মোল্লাতেঘরিয়া এলাকার আজিমউদ্দিনের ছেলে। সে কিছুদিন ধরে ওই বাড়িটি ভাড়া নিয়ে একাই বসবাস করছিল।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেন। প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন, জসিমকে ওই ঘরের বিছানার ওপর শক্ত রশি দিয়ে গলায় প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায় তারা। এদিকে ঘরে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য এবং যৌন উত্তেজক পানীয় উদ্ধার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *