বিডি নিউজ ৬৪: রাজশাহীর তানোরে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় জামেলা (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার জিওল গ্রামের মৃত সোবহানের স্ত্রী।
আজ মঙ্গলবার সকালে তানোর পৌর এলাকার জিওল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে রাস্তা পার হচ্ছিলেন জামেলা। এ সময় আমনুরা থেকে রাজশাহীগামী (বগুড়া ব-৬৭৫৬) বাসটি তাঁকে চাপা দেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করলে সেখানে কত্যর্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তানোর থানার ওসি মির্জা আব্দুস সালাম জানান, বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকাবাসী ও পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারলেও পালিয়ে গেছে এর চালক ও হেলপার।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল