বিডি নিউজ ৬৪: গাইবান্ধার পলাশবাড়ীর নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুুকেশন সোসাইটি মাহমুদপুর ফলচাষী সমবায় সমিতির সদস্যদের পাশে দাড়িয়ে বিষমুক্ত শাক-সবজি ও ফল চাষে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
গত কাল বৃহস্পতিবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের টুপিরহাটে মাহমুদপুর ফলচাষী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে ফলচাষীদের নিয়ে দিনব্যপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ফলচাষী আইয়ুব আলীর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. বজলুর রশীদ।
আরো উপস্থিত ছিলেন বিরামপুর সার্কেলের সহকারি পুলিশ কমিশনার (এএসপি) এএসএম হাফিজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা আবুরেজা মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আমির হোসেন, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহিম বাদশা, ইনডেপেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হাসান মিসবাহ। কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ উদ্যানতত্ত্বের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হামিম রেজা এবং উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন।
উল্লেখ্য গাইবান্ধার পলাশবাড়ীর নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুুকেশন সোসাইটির পরিচালক আব্দুল্যা-আল মামুন ওই সমিতির বিভিন্ন সদস্যদের সাথে আলাপ আলোচনা ও লিফলেট বিতরণ করে বিষমুক্ত শাক-সবজি ও ফল উৎপাদনে তাদের উদ্ভুদ্য করেন এবং সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। এই সোসাইটি ২০১৩ সাল থেকে দিনাজপুর জেলার বিভিন্ন ইউনিয়নের ফল চাষীদের বিষমুক্ত ফল উৎপাদনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল