বিডি নিউজ ৬৪: গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে ২২ বছরের পুরানো একটি কবর খুড়ে হাড়গোড় সরিয়ে নেওয়ার মাধ্যমে জমির সীমানা নিয়ে বিরোধের নিস্পত্তি হয়েছে। বুধবার বিকেলে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সোহরাব মন্ডল পাড়ায় ঘটনাটি ঘটে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহরাব মন্ডলের পাড়ার জনৈক কুটি মোল্লা প্রায় ২২ বছর আগে মৃত্যু বরন করলে তাকে বাড়ীর সামনে কবর দেওয়া হয়। কিন্তু বেশ কয়েক বছর ধরে প্রতিবেশী ওহাব মোল্লার সাথে ঐ জমির সীমানা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। কয়েকবার সালীশ করেও সুরাহা হচ্ছিল না। অবশেষে কিছু দিন আগে এলাকার গন্যমান্য ব্যক্তিগণ আরেক দফা জমিটি মাপলে তাতে কবরটি ওহাব মোল্লার সীমানার মধ্যে পড়ে। বুধবার পুরানো ঐ কবরটি খুড়া শুরু হলে এলাকার বহু মানুষ সেখানে ভীড় করে। কুটি মোল্লার হাড়গোড় তোলার সময় তার স্বাজনদের অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় কবরের সামান্য এই জায়গাটুকু নিয়ে দুই পক্ষের এই বিরোধকে অনেকেই নিন্দা জানান।
কুটি মোল্লার ছেলে রমজান মোল্লা গোয়ালন্দনিউজকে বলেন, কবরের জায়গাটুকু আমরা ন্যায্য মূল্যে কিনে নিতে চাইলেও তারা বিক্রি করতে রাজী হয়নি। যে কারনে কবরটি সরিয়ে আমাদের জায়গার মধ্যে নিয়ে আসতে বাধ্য হলাম।
এ প্রসঙ্গে ওহাব মোল্লার ছেলে রফিক মোল্লা বলেন, কবরের সামান্য ওইটুকু জায়গা বিক্রি করতে খারাপ দেখায় বলে আমারা বিক্রি করিনি। কবরটি সরিয়ে নেওয়ার ব্যাপারেও তাদের কোন চাপ দেইনি। তারা নিজেরাই কবরটি সরিয়ে নিয়েছে।
এ ব্যাপারে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল জানান, দুই পক্ষের মধ্যে জমির সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে মত বিরোধের কথা জানি। তবে কবর সরিয়ে নেওয়ার ব্যপারে আমাকে কেউ কিছু জানায়নি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল