বিডি নিউজ ৬৪: ভালুকার ৫নং বিরুনীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিফিন বক্স বিতরন করেছেন ইউপি চেয়ারম্যান রিদওয়ান সারোয়ার রব্বানী।
বৃহস্পতিবার সকালে গোয়ারী এলাকার ৭টি প্রতিষ্ঠানে টিফিন বক্স বিতরন করেন তিনি।
প্রতিষ্ঠান গুলো হচ্ছে গোয়ারী ভাওয়ালিয়াবাজার উচ্চ বিদ্যালয়,গোয়ারী ভাওয়ালিয়াবাজু বালিকা উচ্চ বিদ্যালয়, গোয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোয়ারী দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসা, গোয়ারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, গোয়ারী আদর্শ প্রাথমিক বিদ্যালয় ও গোয়ারী নিলেরটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়।
এ সময় ইউপি চেয়ারম্যানের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জালাল উদ্দিন, আব্দুর রাজ্জাক সরকার, আব্দুর রাজ্জাক তালুকদার, হাফিজুর রহমান, জয়নাল আবেদীন, ইসমত আরা, ইউপি সদস্য আতিক সরকার, রফিকুল ইসলাম, আজিজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সম্পাদক সিদ্দিকুর রহমান সহ সংশ্লিষ্ঠ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটি’র সদস্য প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগন এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রতিষ্ঠান গুলোর প্রায় ২হাজার ছাত্র-ছাত্রীর হাতে টিফিন বক্স তুলে দেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিদওয়ান সারোয়ার রব্বানী। এর আগে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ইভটিজিং ও বাল্য বিয়ে প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহŸান জানান বক্তাগন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল