কক্সবাজার কলাতলী বাইপাস সড়কে ডাম্পারের ধাক্কায় শ্রমিক নেতা নিহত
কক্সবাজার কলাতলী বাইপাস সড়কে ডাম্পারের ধাক্কায় শ্রমিক নেতা নিহত

কক্সবাজার কলাতলী বাইপাস সড়কে ডাম্পারের ধাক্কায় শ্রমিক নেতা নিহত

বিডি নিউজ ৬৪: কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কে ডাম্পারের (চট্ট মেট্রো-অ ০০৮৫) ধাক্কায় খোরশেদ আলম নামের পরিবহন শ্রমিক নেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকাল ১১ টার দিকে ঘটনাটি ঘটে।

গাড়ীর ধাক্কা এতই শক্তিশালী ছিল যে, মাথা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাস্থলে মরদেহ পড়ে রয়েছে। ঘাতক গাড়ীটি আটক করেছে পুলিশ। চালক-হেলপার পালিয়ে গেছে। নিহত খোরশেদ আলম জেলা পিকাপ ও মিনিট্রাক চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, শ্রমিকলীগের সাধারণ সম্পাদ শফি উল্লাহ আনচারীসহ প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে গেছেন।

এলাকাবাসীর ভাষ্য, নিহত ব্যক্তি মোটরসাইকেল নিয়ে শহর থেকে কলাতলী মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঘাতক ডাম্পারটি তাকে ধাক্কা দিলে নীচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি প্রাণ হারায়।

ঘটনাস্থলে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ সাধারণ মানুষকে দেখা যাচ্ছে। এ সময় শোকাহত জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফি উল্লাহ আনচারীকে কাধে ভর করে আনতে দেখা যাচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বিস্তারিত খোঁজ খবর নিচ্ছেন বলে সিবিএনকে জানান।

এদিকে শ্রমিক নেতা খোরশেদ আলম নিহতের খবরে সাধারণ শ্রমিকদের পাশাপাশি এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেছে। সড়কে যান চলাচল অনেকক্ষণ বন্ধ ছিল। তবে, পুলিশ পরিস্থিতি শান্ত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *