মানভেদে ভরিতে সর্বোচ্চ এক হাজার ৪৫৮ টাকা বেড়েছে স্বর্ণের দাম
মানভেদে ভরিতে সর্বোচ্চ এক হাজার ৪৫৮ টাকা বেড়েছে স্বর্ণের দাম

স্বর্ণের দাম মানভেদে আবারো বেড়েছে

বিডি নিউজ ৬৪: মানভেদে ভরিতে সর্বোচ্চ এক হাজার ৪৫৮ টাকা বেড়েছে স্বর্ণের দাম। শুক্রবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল। বাজুসের কার্যনির্বাহী কমিটি সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন মূল্য শনিবার (১৪ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৪৬ হাজার ৭৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৪৪ হাজার ৩২ টাকা ও ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৩৮ হাজার ৪৯১ টাকায় বিক্রি হবে।

বর্তমানে ভরিপ্রতি এ দাম ২২ ক্যারেট ৪৪ হাজার ৭৯০ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৬৯০ টাকা ও ১৮ ক্যারেট ৩৭ হাজার ৩৩ টাকা।

ভরিতে ২২ ক্যারেটে এক হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ৩৪২ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে এক হাজার ৪৫৮ টাকা বেড়েছে।

সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ২৫ হাজার ৭৮ টাকা, এ মানের স্বর্ণের বর্তমান দাম ২৪ হাজার ২৮ টাকা। এক্ষেত্রে দাম বেড়েছে এক হাজার ৫০ টাকা।

স্বর্ণের সঙ্গে রূপার (ক্যাডমিয়াম) দামও বেড়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম বেড়ে হচ্ছে এক হাজার ১০৮ টাকা। বর্তমানে এ দাম এক হাজার ৫০ টাকা।

উল্লেখ্য, সর্বশেষ গত ৭ ডিসেম্বর ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ এক হাজার ১৬৭ টাকা কমানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *