বিডি নিউজ ৬৪: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আন্দুয়া গ্রামের চাষী সাজু মিয়া পেঁপে চাষ করে ব্যাপক সাফল্য অর্জন করেছে। তথ্য অনুসন্ধানের জানা যায়, আন্দুয়া মৃত গণি মিয়ার ছেলে তার ৭০ শতাংশ জমিতে ৮’শ ২০ পেঁপে গাছ রোপন করে।
বাগান থেকে পেঁপে বিক্রি করে তিনি এ বছর ৬ লাখ টাকা আয় করেন। একই জমিতে তিনি সাথী ফসল হিসেবে আদা চাষ করে ৮০ মন আদা পেয়েছেন। একই জমির আদা বিক্রি করে তিনি আরো অতিরিক্ত ২ লাখ আয় করেন।
সম্প্রতি পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, কৃষি অফিসার আজিজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষ্ণ রায় তার ফলজ বাগান সরেজমিন পরিদর্শন করেন।
সাজু মিয়ার পেঁপে চাষে সাফল্য দেখে পার্শ্ববর্তী অনেক কৃষক অনুপ্রাণিত হয়ে পেঁপে চাষের প্রতি ঝুকে পড়ছেন। কৃষি ক্ষেত্রে সফল চাষী হিসেবে অবদানের জন্য ইতোমধ্যে তিনি সরকারি-বেসরকারি বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল