গাইবান্ধার ফুলছড়িতে জমি জমা নিয়ে প্রতিপক্ষের মারপিটে শিক্ষক আহত
গাইবান্ধার ফুলছড়িতে জমি জমা নিয়ে প্রতিপক্ষের মারপিটে শিক্ষক আহত

গাইবান্ধার ফুলছড়িতে জমি জমা নিয়ে প্রতিপক্ষের মারপিটে শিক্ষক আহত

বিডি নিউজ ৬৪: গাইবান্ধার ফুলছড়িতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে কঞ্চিপাড়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মমিনুর রহমান হাউলিদারকে মারপিট করে গুরুতর আহত করেছে। আহত শিক্ষকের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ৫ জনকে আসামী করে ফুলছড়ি থানায় এজাহার করেছেন। এদিকে প্রতিপক্ষ মজিবর রহমান, মশিউর রহমানসহ তাদের লোকজন শিক্ষকের পরিবারকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরআগে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত সোমবার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামে মারপিটের ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে ওইদিনই মো. মমিনুর রহমান হাউলিদারের স্ত্রী মোছাঃ বিথি খাতুন বাদি হয়ে ৫ জনকে আসামী করে ফুলছড়ি থানায় একটি এজাহার দাখিল করেন। এজাহারে তিনি উল্লে¬খ করেন, দীর্ঘদিন থেকে প্রতিপক্ষের সাথে জমিজমা নিয়ে বিবাদ চলে আসছে। এরই জের ধরে সংঘবদ্ধ ওই চক্রটি বিভিন্ন সময় শিক্ষক মমিনুর রহমানকে নানাভাবে হুমকি ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত করার সুযোগ খুঁজে আসছিল।

পরিবার ও জীবনের নিরাপত্তা চেয়ে গত ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ফুলছড়ি থানায় একটি জিডি করেন শিক্ষক মো. মমিনুর রহমান হাউলিদার।

সন্ত্রাসীদের মারপিটে মমিনুর রহমান আহত হয়ে গুরুতর অবস্থায় গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ৩২ নম্বর বেডে চিকিৎসা নেন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *