বিডি নিউজ ৬৪: মাদারীপুরের সমাদ্দারে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমনের লাগে। এতে নসিমনের তিন যাত্রী নিহত হয়েছেন, তাছাড়া আহত হয়েছেন পাঁচজন। আহতদের বরিশাল সদর হসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে দুই জন নিহত হলেও পরে আরও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহতদের পরিচয় পাওয়া গেছে তার হলেন- সদর উপজেলার কাউয়াকুড়ি গ্রামের টমটমের চালক শিমুল মাতুব্বর, তার সঙ্গে থাকা কিশোর হাসান (১২) ও দত্তেরহাট গ্রামের বায়েজিদ।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানায়, বরিশাল থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই স্থানীয় গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সেই স্থানীয় গাড়ির চালক শিমুল মাতুব্বর ও তার সঙ্গে থাকা হাসান মারা যায়। এছাড়া গুরুতর আহতাবস্থায় পাশের দত্তেরহাট গ্রামের বায়েজিদ নামের অপর এক কিশোরকে রাজৈর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর প্রায় এক ঘন্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল