বিডি নিউজ ৬৪: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামে এক বাড়িতে দাওয়াতের খাবার খেয়ে শতাধিক মানুষ অসুস্থ হয়েছেন। স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়া কারণে এমনটা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধ্য তুষখালী গ্রামের আব্দুল খালেক আকন তার মায়ের নামে বৃহস্পতিবার দোয়া মাহফিলের আয়াজন করেন। এ উপলক্ষে আট শতাধিক লোককে দুপুরের খাবারের দাওয়াত দেওয়া হয়। ঠিকাঠাকমতো সব আয়োজন শেষ হয়। কিন্তু রাত থেকে অসুস্থ হয়ে পড়তে থাকেন দাওয়াত খাওয়া লোকজন। শুক্রবার দুপুর পর্যন্ত শতাধিক মানুষ অসুস্থ হন।
তুষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান হাওলাদার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
একই গ্রামের বাসিন্দা মো. রফিক হাওলাদার শুক্রবার সাংবাদিকদের জানান, তারা ধারণা করছেন ফিরনির দুধ হয়তো খারাপ ছিল। এ জন্য ওই বাড়ির খাবার খেয়ে লোকজন অসুস্থ হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল