পিরোজপুরে পৃথক ঘটনায় মৃত্যু ৩ লাশ উদ্ধার
পিরোজপুরে পৃথক ঘটনায় মৃত্যু ৩ লাশ উদ্ধার

পিরোজপুরে পৃথক ঘটনায় মৃত্যু ৩ লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: পিরোজপুরের নাজিরপুর ও কাউখালী উপজেলা থেকে তিন লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত লাশগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনার একটিতে নিহতের স্ত্রী বৃহস্পতিবার রাতে মামলা করেছেন। অপর একটি ঘটনায় অপমৃত্যুর ও অপর লাশ উদ্ধার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

রাতে ও শুক্রবার সকালে এ উদ্ধারকৃতদের মধ্যে নিখোঁজ হওয়ার পর দুটি ও প্রতিপক্ষের মামলায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

নাজিরপুর: উপজেলা কালিগঙ্গা নদী থেকে মাহতাব খান নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিগঙ্গা নদীর কালিবাড়ী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত মাহতাবের বড় ভাই ফারুক খান জানান, গত ৩ জানুয়ারি থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে বৃহস্পতিবার সকালে নাজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করি।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, সকালে স্থানীয়রা কালিগঙ্গা নদীতে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে লাশটি পুলিশ উদ্ধার করে। পরে তার স্বজনদের খবর দিলে ভাই ফারুক এসে তার ভাইয়ের মাহতাব লাশ শনাক্ত করেন। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

নিহত মাহতাব ইটভাটায় শ্রমিকের কাজ করতো বলে জানা গেছে।

জমি নিয়ে বিরোধের জের ধরে দেলোয়ার হোসেন দিলু নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে একই গ্রামের প্রতিপক্ষ চাঁন মিয়া, সুলতান হাওলাদার, মাসুম হাওলাদার, রসুল হাওলাদার ও জামাল হাওলাদারসহ ৫ জনকে আসামি নাজিরপুর থানায় মামলা করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত দেলোয়ারের ভোগদখলীয় সম্পত্তি নিয়ে স্থানীয় কতিপয় প্রতিপক্ষের সাথে বিরোধ চলছিল। এ নিয়ে গত রবিবার বেলা সাড়ে ১১টার দিকে দেলোয়ার হোসেন ও তার স্ত্রী রমিজা বেগম তাদের ভোগদখলীয় (বিরোধকৃত) সম্পত্তিতে গেলে প্রতিপক্ষরা বাধা দেয়। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে দেলোয়ারকে বেধড়ক মারপিট করে আহত করে।

স্থানীয়রা আহত দেলোয়ারকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য লাশ পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বৃহস্পতিবার রাতে একটি হত্যা মামলা করেছেন।

অপরদিকে কাউখালী উপজেলায় রাজু নামে এক যুবকের গলিত লাশ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হোগলা গ্রমের মন্টু বেপারীর বাড়ির পাশের একটি নালা উদ্ধার করে পুলিশ।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনির জানান, হোগলা গ্রামের মন্টু বেপারীর বাড়ির পাশের নালা থেকে দুর্গ্ধন্ধ ছড়াচ্ছে এমন অবস্থায় এলাকার লোকজন সন্ধান চালিয়ে নালার ভেতর গলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা ইউপি সদস্য আমানউল্লাহকে জানালে তিনি থানায় খবর দেয়। তিনি পুলিশকে অবহিত করলে বৃহস্পতিবার বিকালে ওই লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, রাজু গত ২৭ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল। লাশ উদ্ধারের পর তার বাবা লাশ শনাক্ত করেন। লাশ ময়নাতদন্ত শেষে শুক্রবার তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজু উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের প্রতিবন্ধী আজিজুল হকের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *