বরিশালে প্রণব মঠ ও ভারত সেবাশ্রম সংঘে চলছে ৭ দিনব্যাপী প্রণব মেলা
বরিশালে প্রণব মঠ ও ভারত সেবাশ্রম সংঘে চলছে ৭ দিনব্যাপী প্রণব মেলা

বরিশালে প্রণব মঠ ও ভারত সেবাশ্রম সংঘে চলছে ৭ দিনব্যাপী প্রণব মেলা

বিডি নিউজ ৬৪:  বরিশালে চলছে সাত দিন ব্যাপী প্রণব মঠ ও ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠার শতবর্ষ উদ্যাপন উপলক্ষে প্রনব মেলা। নগরীর আদি শশ্মাণ অমৃতাঙ্গনের এই মেলায় আদর্শ যুব গঠন ও যুব চরিত্র উন্নয়নকল্পে যোগব্যয়াম, ধর্মী শিক্ষা, গীতা যজ্ঞের অয়োজন থাকছে প্রতিদিন। যেখানে দেশ ও দেশের বাইরের ভক্তরা অংশ নিচ্ছেন। দ্ইু জানুয়ারী উদ্বোধন হওয়া এই মেলা চলবে নয় জানুয়ারী পর্যন্ত। ধর্মীয় ও সমাজ সংস্কারক প্রণবানন্দজী মহারাজের লক্ষ্য ছিল ভারত মাতার স্বাধীনতা ও দেশ মাতৃকার সেবায় মানুষকে উদ্ভুদ্ধ করা।

এজন্য শতবছর আগে তিনি মানব কল্যাণে ভারত সেবাশ্রমের সূচনা করেন। নেয়া হয় ধর্মীয় মূল্যবোধের সাথে আত্মসচেতনতার মাধ্যমে মনুষ্যবোধ জাগ্রত করার কর্মসূচি। প্রণব মেলায় এসে অনেক কিছুই শিখতে পারেছন বলে জানান রনজিৎ মন্ডল নামের এক ভক্ত। তিনি আরো বলেন, বিশেস করে যুব সম্প্রদায়কে উগ্রবাদ পরিহার করে দেশ বির্নিমাণে অগ্রণী ভূমিকা রাখার জন্য এখানে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল তাই নয়, যোগব্যায়ামে প্রশিক্ষিত করে শারিরিক ও মানষিক উন্নতির বেলায় বেশ ভূমিকা রাখছে এই সংগঠনটি।

শ্রীরামকাঠী প্রণব মঠের অধ্যক্ষ স্বামী গীতাত্মানন্দ বলেন, মেলায় গুরুমুখী শিক্ষাদান, গীতা পাঠ শিক্ষা, হিন্দু শাস্ত্রে পরিচয় লাভ, পূজা-পাঠ-প্রার্থনা ও যোগ ব্যামের প্রশিক্ষণ দেয়া হয়। এসব কর্মের মধ্যদিয়ে যেমনটি চেয়েছিলেন প্রণবানন্দজী মহারাজ ঠিক তেমনি মনুষ্যবোধ জাগ্রত করে আত্মিক ও নৈতিক ভাবে মানুষের উন্নতি করার প্রয়াস অব্যাহত রাখা হচ্ছে।

কেবল নিজকে নিয়ে মগ্ন থাকা নয়, মানুষের ও দেশের সেবার মনোভব জাগ্রত করা হচ্ছে কর্মসূচির মাধ্যমে। দুই জানুয়ারী থেকে উদ্বোধন হওয়া অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয় কৃষ্ণ দে জানান, বেদ ও গীতার আলোকে নৈতিক শিক্ষায় জীবন গড়তে এই মেলার ভূমিকা অপরিসীম। কেবল প্রণবানন্দজী মহারাজই নয় এখানে সব কুলগুরুর প্রার্থনা করা হয়।

এতে করে মানুষ ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে নিজ জীবনের উন্নতি সাধন করতে পারেন। এজন্য এই মেলার আয়োজন করা হয়েছে বরিশালে। সাত দিনের এই মেলায় দেশ ও দেশের বাইরের ভক্তবৃন্দরা আসছেন ধর্মীয় আলোচনা শুনতে  ও গীতাযজ্ঞে অংশ নিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *