গাইবান্ধায় মোহনার ১০০তম আসরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা
গাইবান্ধায় মোহনার ১০০তম আসরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা

গাইবান্ধায় মোহনার ১০০তম আসরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা

বিডি নিউজ ৬৪: গাইবান্ধার একমাত্র মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান মোহনার ১০০তম অনুষ্ঠান উপলক্ষে বৃহষ্পতিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে। ব্যান্ডের তালে তালে সাংস্কৃতিক কর্মীর নেচে গেয়ে এতে অংশ নেন। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মোহনার সংগঠকদের এক স্মৃতিচারণ অনুষ্ঠান ও শিল্পীদের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হয়।

বিকেলে মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন ও মোহনার পরিচালক প্রমতোষ সাহা। পরে প্রধান অতিথি সকলকে সাথে নিয়ে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ১০০তম আসরের উদ্বোধন করেন। মোহনার শততম আসরে নির্বাচিত শিল্পীদের অন্যতম রংপুরের বেতার ও টেলিভিশনের শিল্পী জিয়াউল হক লিপু প্রধান শিল্পী ছিলেন। অন্যদের মধ্যে সংগীত পরিবেশন করেন খাজা সুজন, জাফরিন আলম, চুনি ইসলাম, সাবিনা ইয়াসমিন মনি, টিটু কর্মকার, নিগার নাইম তমা, লায়লা তাজনুর সাউদী, সোমাসেন প্রমুখ। যন্ত্রে সহযোগিতা করেন মাহমুদ সাগর মহব্বত, রিপন চৌধুরী, মিজানুর রহমান মিলন, মানিক বর্মণ, মো. ফিরোজ কবির স্বপন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিরিন আকতার ও অমিতাভ দাশ হিমুন।
গাইবান্ধায় মোহনার ১০০তম আসর

আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে: গাইবান্ধার একমাত্র মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান মোহনার ১০০তম অনুষ্ঠান উপলক্ষে বৃহষ্পতিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে। ব্যান্ডের তালে তালে সাংস্কৃতিক কর্মীর নেচে গেয়ে এতে অংশ নেন। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মোহনার সংগঠকদের এক স্মৃতিচারণ অনুষ্ঠান ও শিল্পীদের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হয়।
বিকেলে মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন ও মোহনার পরিচালক প্রমতোষ সাহা। পরে প্রধান অতিথি সকলকে সাথে নিয়ে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ১০০তম আসরের উদ্বোধন করেন। মোহনার শততম আসরে নির্বাচিত শিল্পীদের অন্যতম রংপুরের বেতার ও টেলিভিশনের শিল্পী জিয়াউল হক লিপু প্রধান শিল্পী ছিলেন। অন্যদের মধ্যে সংগীত পরিবেশন করেন খাজা সুজন, জাফরিন আলম, চুনি ইসলাম, সাবিনা ইয়াসমিন মনি, টিটু কর্মকার, নিগার নাইম তমা, লায়লা তাজনুর সাউদী, সোমাসেন প্রমুখ। যন্ত্রে সহযোগিতা করেন মাহমুদ সাগর মহব্বত, রিপন চৌধুরী, মিজানুর রহমান মিলন, মানিক বর্মণ, মো. ফিরোজ কবির স্বপন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিরিন আকতার ও অমিতাভ দাশ হিমুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *