বিডি নিউজ ৬৪: গোপালগঞ্জে শুরু হতে যাচ্ছে জেলা উন্নয়ন মেলা। তিন দিনব্যাপী এই মেলা আগামী ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত স্থানীয় পৌর পার্কে এ মেলা অনুষ্ঠিত হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জননেন্ত্রী শেখ হাসিনা মেলা উদ্বোধন করবেন।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। উন্নয়ন মেলায় এ সরকারের বিগত আট বছরের বিভিন্ন উন্নয়ন কাজের তথ্য প্রান্তিক পর্যায়ে তুলে ধরা হবে। মেলার মাধ্যমে সরকারের সাফল্য তুলে ধরার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনাও তুলে ধরা হবে। মেলায় ৫০টি স্টল বসবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোমিনুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা তথ্য কর্মকর্তা মো. হাসিবুল হাসান, সদর থানার ওসি মো. সেলিম রেজা জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল