কুমিল্লার নাঙ্গলকোটে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী পলাতক
কুমিল্লার নাঙ্গলকোটে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী পলাতক

কুমিল্লার নাঙ্গলকোটে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী পলাতক

বিডি নিউজ ৬৪: কুমিল্লার নাঙ্গলকোটে আমেনা বেগমে (২৪) গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী পলাতক। স্থানীয় সূত্রে জানা যায়, বক্সগঞ্জ ইউপির মদনপুর গ্রামের মো: ইয়াছিন মিয়ার মেয়ে আমেনা বেগমের সাথে পাশ্ববর্তী দৌলখাঁড় ইউপির সোন্দাইল গ্রামের মো: মনাব মিয়ার ছেলে আ: রহিমের সাথে ৭ বছর আগে বিয়ে হয়।
জান যায় বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন সুখের চলছিল। পরিবারের অস্বচ্ছলতার কারনে গত ২/৩ মাস আগে আমেনা বেগম চট্রগ্রামের একটি গার্মেন্টস কারখানায় চাকুরি করেন। পাহাড়তলী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন স্বামী স্ত্রী। গত রোববার রাতে আমেনা ও রহিমের সাথে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে রহিম এলোপাতাড়ি পিটিয়ে আমেনাকে হত্যা করে বলে অভিযোগ করেন নিহতের পিতা ইয়াছিন। রোববার রাতে আমেনার লাশ ঘাতক স্বামী রহিম চট্রগাম থেকে এনে তার বাড়ীতে রেখে পালিয়ে যায়। পরে গ্রামে এসে রহিম তার স্ত্রী আমেনার মৃত্যু বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গেছে বলে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে অভিযুক্তের বাড়ীতে গিয়েও তাদের পরিবারের কাউকে না পওয়া তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে গতকাল সোমবার নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, নিহতের পিতা ইয়াছিন থানায় একটি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অভিযোগ দায়ের করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরন করার প্রস্তুতি নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *