বিডি নিউজ ৬৪: কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, কুমিল্লায় ৪ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিকমানের প্রতিবন্ধী স্কুল নির্মাণ করা হবে। ইতোমধ্যে ২ কোটি টাকার ব্যবস্থা করা হয়েছে। গোমতী নদীর পাড়ে এ স্কুল নির্মাণ করা হবে। দেশের উন্নয়নে প্রতিবন্ধীদেরও সামাজিক ভুমিকা নিয়ে আসতে হবে। হিজড়াদের আবাসিক সংকট নিরসনে জায়গার ব্যবস্থা করা হলে ওই জায়গায় তিনি ঘর নির্মাণ করে দেয়ারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় এনজিও সমূহের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল বীরচন্দ্র নগর মিলনায়তনে এ সভা হয়।
সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, বর্তমান সরকার ৮৫-৯০ হাজার কোটি টাকা ব্যয়ে সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি করেছে। দারিদ্রসীমার হার শতকরা ৪১ থেকে ২০জনে নেমে এসেছে। ২০২১ সালের টার্গেট এই হার শতকরা ১৫ জনে নিয়ে আসা। দেশ যেভাবে এগুচ্ছে ইনশাল্লাহ ২০২১ সালের আগেই আমরা টার্গেট পূরণ করতে সম্ভব হবো। আমাদের দেশে প্রতিবন্ধী জন্মের হার শতকরা ১০টি। হতদরিদ্র মায়েরা পুষ্টিহীনতার কারণে এসব প্রতিবন্ধী শিশু জন্ম দিয়ে থাকেন। সরকার হতদরিদ্র মায়েদের পুষ্টিহীনতা দূর করতে মাতৃকালীন ভাতা চালু করেছে। একজন মা গর্ভকালীন অবস্থাসহ ২ বছর এ ভাতা পাবেন। বয়স্কভাতা চালু আছে। সমাজসেবার প্রতিটি সেক্টরে সরকারের ভাতা, দান, অনুদান পর্যাপ্ত পরিমাণে দেয়া হচ্ছে। শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিদ্যালয়গুলোতে ঝরে পড়া শিশুর সংখ্যা কমেছে।
কুমিল্লার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, কুমিল্লা রেমিটেন্সের দিক থেকে এগিয়ে রয়েছে। খাদ্যে কুমিল্লা শুধু স্বয়ংসম্পূর্ণই নয় উদ্বৃত্ত খাদ্য আমরা পার্শ্ববর্তী জেলায় পাঠাতে সক্ষম হয়েছি। মৎস্য উৎপাদনও কুমিল্লাবাসীর চাহিদাও তুলনায় দ্বিগুণ। কুমিল্লা এগুলে বাংলাদেশ এগুবে। এটি স্লোগান নয়। এটি আমাদের বিশ্বাস। জঙ্গিবাদের বাংলাদেশ নয় আমাদের একটি সুন্দর বাংলাদেশ তৈরি করতে হবে। অর্থবৃত্তে ধনী নয় আমাদের ধনী মানসিকতার মানুষ তৈরি করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম। তিনি বলেন, সমাজে প্রতিটি মানুষকে দেশের উন্নয়ন সেক্টরে সম্পৃক্ত করতে হবে। উন্নয়নের তথ্য ভান্ডারকে আপগ্রেড করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সদস্য পাপড়ী বসু।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় অন্ধকল্যাণ সমিতি কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক ডা. একেএম আবদুস সেলিম ও পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক অধ্যাপক লোকমান হাকিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সদস্য পাপড়ী বসু।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় অন্ধকল্যাণ সমিতি কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক ডা. একেএম আবদুস সেলিম ও পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক অধ্যাপক লোকমান হাকিম।
সমাজসেবা অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক হাসিনা মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন এইড কুমিল্লার নির্বাহী পরিবারক রোকেয়া বেগম শেফালী, প্রত্যয় এর নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, কুমিল্লা সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো: মোসলেহ উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক জেডএম মিজানুর রহমান খান।
আলোচনা সভার আগে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে র্যালি বের হওয়ার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম। র্যালিতে আবুল কালাম ফাউ-েশন, কাসেমুল উলুম এতিমখানা, করফুলের নেছা ফাউন্ডেশন, রামকৃষ্ণ আশ্রম অনাথ নিবাসসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভার আগে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে র্যালি বের হওয়ার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম। র্যালিতে আবুল কালাম ফাউ-েশন, কাসেমুল উলুম এতিমখানা, করফুলের নেছা ফাউন্ডেশন, রামকৃষ্ণ আশ্রম অনাথ নিবাসসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
জাতীয় সমাজসেবা দিবসের এ বছরের প্রতিপাদ্য সমাজসেবায় উদ্ভাবন/এবারের সেবায় ডিজিটালাইজেশন।
সভায় শ্রেষ্ঠ সমাজসেবা অফিসার হিসেবে দেবিদ্বার উপজেলা সমাজসেবা অফিসার আবু তাহের, শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী বুড়িচং উপজেলায় কানিজ ফাতেমা ও শ্রেষ্ঠ ঋণ গ্রহিতা উদ্যোক্তা হিসেবে দেবিদ্বার উপজেলার নুরুল ইসলামকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
সভা শুরুর প্রাক্কালে ‘দিন বদলের সমাজসেবা’ শীর্ষক ভিডিও কিপ প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন সেনাবাহিনী পরিচালিত ‘প্রয়াস’ এর শিক্ষার্থী ও সংরাইশ সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীরা।
সভায় শ্রেষ্ঠ সমাজসেবা অফিসার হিসেবে দেবিদ্বার উপজেলা সমাজসেবা অফিসার আবু তাহের, শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী বুড়িচং উপজেলায় কানিজ ফাতেমা ও শ্রেষ্ঠ ঋণ গ্রহিতা উদ্যোক্তা হিসেবে দেবিদ্বার উপজেলার নুরুল ইসলামকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
সভা শুরুর প্রাক্কালে ‘দিন বদলের সমাজসেবা’ শীর্ষক ভিডিও কিপ প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন সেনাবাহিনী পরিচালিত ‘প্রয়াস’ এর শিক্ষার্থী ও সংরাইশ সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীরা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল