চিত্রনায়িকা ববির প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ”ববস্টার”
চিত্রনায়িকা ববির প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ”ববস্টার”

চিত্রনায়িকা ববির নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ”ববস্টার”

বাংলাদেশের চিত্রনায়িকা ববির নিয়ে আসছে নতুন খবর। ববি তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করেছেন। তার প্রযোজনা সংস্থার নাম রেখেছেন ”ববস্টার”।

এ প্রসঙ্গে ববি বললেন,”ছবি প্রযোজনা করার ঘোষণাতো অনেক আগেই দিয়েছি। তবে এতদিন ঠিক করতে পারিনি নিজের প্রতিষ্ঠানের নাম। এবার ভেবেচিন্তে এই নামটাই রাখলাম। তবে প্রযোজক হিসেবে আমার নাম থাকলেও এটা একটা গ্রুপ অব কোম্পানি। আমার সঙ্গে পার্টনার আছেন কয়েকজন। আশা করছি, প্রতিবছর দর্শকদের ভালো কিছু ছবি উপহার দিতে পারব।”

এর আগে ববি নিজের এই প্রযোজনা সংস্থা থেকে বছরে দুটি করে ছবি নির্মাণ করার ঘোষণাও দিয়েছেন। সেই ঘোষণা অনুযায়ী এরই মধ্যে প্রথম ছবি ”রক্ষা” এর ঘোষণাও দিয়েছেন তিনি। আর তার প্রথম ছবির জন্য পরিচালক হলেন ইফতেখার চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *