অসহায় মানুষদের জন্য সহানুভূতি থাকা চাই
অসহায় মানুষদের জন্য সহানুভূতি থাকা চাই

অসহায় মানুষদের জন্য সহানুভূতি থাকা চাই

বিডি নিউজ ৬৪: অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী শ্রেনীর মানুষদের জন্য সবার মাঝে সমান সহানুভূতি থাকা চাই বলে মন্তব্য করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আনোয়ারুল নাসের।

তিনি বলেন, সরকার দরিদ্র জনগোষ্ঠিতে সমাজের মূলস্রোতধারায় নিয়ে আসতে আন্তরিক। কোন মানুষ যেন অসহায় না থাকে, পথে ঘাটে আর কোন শিশু যেন না ঘুমায় সেজন্য সরকার অনেক প্রকল্প হাতে নিয়েছে। ইতিমধ্যে বেশ কিছু কাজ করে সরকার দৃষ্টান্ত স্থাপন করেছে।

জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ আনোয়ারুল নাসের এসব কথা বলেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক প্রীতম কুমার চৌধুরীর সভাপতিত্বে সোমবার (২ জানুয়ারী) দুপুরে কক্সবাজার পাবলিক হল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এডিসি মোহাম্মদ আনোয়ারুল নাসের সমাজসেবায় কর্মরতদের উদ্দেশ্য করে বলেন, সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনেক অনিয়মের অভিযোগ আমাদের কাছে আসে। স্থানীয় জনপ্রতিনিধিদের চাপ, আত্নীয়করণের অভিযোগও মাঝে মধ্যে আসে। এ বিষয়ে সতর্ক হতে হবে।
তিনি মনে করেন-চেহারা দেখে নয়, অবস্থা দেখে তালিকা করতে হবে। তাহলে সরকারী সেবা নিশ্চিত হবে।

প্রধান অতিথি বলেন, সরকারের ২৫টি মন্ত্রণালয়ের মাধ্যমে সমাজসেবামূলক কাজ করা হয়। বয়স্কভাতা এখন আর ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিতে হবেনা। সংশ্লিষ্ট ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে তারা ভাতা গ্রহণ করবে। এসবের লক্ষ্য একটাই-মানুষের সেবা নিশ্চিত করা।

এরপরও প্রান্তিক জনগোষ্ঠি সরকারী সেবা ঠিক মতো পাচ্ছে কিনা, তা সার্ভে করার পরিকল্পনা নেয়া হয়েছে। শীঘ্রই এ কাজ আরম্ভ হবে। এ সময় তিনি সরকারের সকল সেবা প্রতিটি মানুষের ঘরে পৌঁছিয়ে দিতে সকলের আন্তরিক হতে হবে বলে মন্তব্য করেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স এর মহাপরিচালক শিক্ষাবিদ আলহাজ্ব এমএম সিরাজুল ইসলাম, প্রবীন সাংবাদিক দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরী, এনজিও ব্যক্তিত্ব ও সমাজসেবক ইঞ্জিনিয়ার কানন পাল। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সমাজসেবার সহকারী পরিচালক ফরিদুল ইসলাম।

এসআরভিপি’র প্রকল্প কর্মকর্তা আবিদুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাবেক পৌর কমিশনার আবু জাফর ছিদ্দিকী, শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পুনর্বাসনকেন্দ্রের পরিচালক জেসমিন আক্তার, প্রতিবন্দি সেবা ও সাহায্যকেন্দ্রের ডা. মেহেদী হাসান, মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান মাওলানা বশির উল্লাহ খান প্রমুখ।

জাতীয় সমাজসেবা দিবস-২০১৭ উপলক্ষে র‌্যালী।

জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে সভায় প্রতিবন্দিদের ‘সুবর্ণ নাগরিক কার্ড’, শীতবস্ত্র ও ভাতা পরিশোধ বই বিতরণ করা হয়।
সমাজসেবা কার্যালয় থেকে কম্পিউটার প্রশিক্ষণ নেয়া ১০ জনকে দেয়া হয় কৃতিত্বের সনদ। এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসক মো. আলী হোসেনের নেতৃত্বে জাতীয় সমাজসেবা দিবস-২০১৭ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালীটি শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে পাবলিক হলে শেষ হয়। এতে বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন-সংস্থার কর্মীরা ছাড়াও স্কুল কলেজ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *