পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে মানববন্ধন ও হোসেন জিল্লুরের কুশপুত্তলিকা দাহ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে মানববন্ধন ও হোসেন জিল্লুরের কুশপুত্তলিকা দাহ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে মানববন্ধন ও হোসেন জিল্লুরের কুশপুত্তলিকা দাহ

বিডি নিউজ ৬৪: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) শিক্ষার মান নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের বক্তব্যকে কুরুচিপূর্ণ, অবমাননাকর ও প্রাজ্ঞাহীন আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও তার কুশপুত্তলিকা দাহ করেছে পবিপ্রবি’র শিক্ষার্থীরা। এছাড়াও ড. হোসেন জিল্লুর রহমানের বিব্রতকর বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে পবিপ্রবি গ্রাজুয়েটদের সংগঠন `We are PSTUians’।

সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর স্বদেশ চন্দ্র সামন্ত,কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টমাস,পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমন,সি.সহ-সভাপতি শুভ সাহা,যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার মিল্টন,রাকিবুল ইসলাম,শিক্ষার্থী হিমেল আক্তার প্রমুখ। সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহন করেন।

আগামী ৭ কার্য দিবসের মধ্যে ড. হোসেন জিল্লুর রহমানকে তার বক্তব্য প্রত্যাহারের জন্য আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, ওই সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে পবিপ্রবির সকল গ্রাজুয়েট,শিক্ষার্থী,শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীরা সম্মিলিত প্রতিবাদ ও কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবে। এমনকি ড. হোসেন জিল্লুর রহমানের বিরুদ্ধে মানহানীর মামলা দায়েরের হুশিয়ারী দেন তারা। মানববন্ধন শেষে ড. হোসেন জিল্লুর রহমানের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা। প্রসঙ্গত,সম্প্রতি “২০৩০:শিক্ষার নতুন দিগন্ত” শীর্ষক সেমিনারে ড. হোসেন জিল্লুর রহমান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *