বিডি নিউজ ৬৪: বরিশালের নলছিটিতে বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ ও বই উৎসব পালন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্কুলে নলছিটি পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করে বই উৎসবের উদ্বোধন করেন।
নলছিটি গার্লস স্কুল এ্যান্ড কলেজে বই বিতরণ অনুষ্ঠানে স্কুলের সহকারী প্রধান শিক্ষক এবিএম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী,উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক ডাঃ ইউসুফ আলী তালুকদার,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ বদরুল আমিন,সিনিয়র শিক্ষক বিন-ই-আমিন প্রমুখ। পুরান বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আহসান হাবীবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী,প্যানেল মেয়র আলমগীর হোসেন আলো,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খান মনিরুজ্জামান বিপ্লব,উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক ডাঃ ইউসুফ আলী তালুকদার,সাবেক পৌর কাউন্সিলর সাংবাদিক মুঃ মনিরুজ্জামান মুনির প্রমুখ।
রোববার দুপুরে ফিরোজা আমু স্কুল এ্যান্ড কলেজে বই উৎসব,কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইঞ্জি. এম.এ রবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার,নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান মাহমুদ,উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদুল ইসলাম,অধ্যক্ষ ইলিয়াস হোসেন শাহীন,নলছিটি পৌরসভার প্যানেল মেয়র আলমগীর হোসেন,কাউন্সিলর খান জামাল উদ্দিন,সাবেক কাউন্সিলর সাংবাদিক মুঃ মনিরুজ্জামান মুনির,যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদ,জহির চৌধুরী,সরদার শাহ আলম,এআই সোহেল,উপজেলা বাস্তুহারা লীগ সভাপতি মিন্টু হাওলাদার,সমাজসেবক গিয়াস উদ্দিন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করে উৎসব পালন করা হয়।
এদিকে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে না দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে,ওই প্রতিষ্ঠান গুলোতে সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের কথা থাকলেও কয়েকজন শিক্ষার্থী ছাড়া বাকীদের হাতে বোরবার সন্ধ্যা পর্যন্ত নতুন বই পৌছায়নি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল