বিডি নিউজ ৬৪: ফরিদপুরের নগরকান্দা থানায় ওপেন হাউজ ডে পালিত হয়েছে। আজ শনিবার সকালে নগরকান্দা থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ভাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম, আব্দুস সোবহান মিয়া, কাজী আবুল কালাম, মিজানুর রহমান, আরিফুর রহমান পথিক, নিমাই সরকার, লিয়াকত হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, “মাদক, জুয়া, সন্ত্রাস, বাল্যবিয়ে এবং নারী নির্যাতনমুক্ত সমাজ গড়তে না পারলে আমরা পিছিয়ে যাব। আজকের সব অর্জন বৃথা যাবে। ” সভায় কমিউনিটি পুলিশিং সদস্য, জনপ্রতিনিধি, সংবাদকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল