পঞ্চগড়ে ২ মোটরসাইকেল আরোহী ট্রাকচাপায় নিহত
পঞ্চগড়ে ২ মোটরসাইকেল আরোহী ট্রাকচাপায় নিহত

পঞ্চগড়ে ২ মোটরসাইকেল আরোহী ট্রাকচাপায় নিহত

বিডি নিউজ ৬৪: পঞ্চগড়ে শুক্রবার রাতে দুই মোটরসাইকেল আরোহী ট্রাকের চাপায় নিহত হয়েছেন। পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের বরেন্দ্র ভবনের সামনে হ্যালিপোর্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল মজিদ (৪০) জেলা শহরের কায়েতপাড়া এলাকার দবিরউদ্দিনের ছেলে দোকান কর্মচারী ও ইরফান আলী (৪০) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার। প্রাথমিকভাবে জানা গেছে ইরফান সিনজেন্টা কীটনাশক কোম্পানিতে কাজ করে। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড়গামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী আব্দুল মজিদ ও ইরফানকে ধাক্কা দেয়। এসময় তারা ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আব্দুল মজিদকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

তবে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. মনোয়ারুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর থেকে ক্ষুব্ধ লোকজন পঞ্চগড় তেতুলিয়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *