কুমিল্লা বিভাগের সপ্তম ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে
কুমিল্লা বিভাগের সপ্তম ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে

কুমিল্লা বিভাগের সপ্তম ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে

বিডি নিউজ ৬৪: বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কর্তৃক দেশব্যাপী আয়োজিত সপ্তম ফিজিক্স অলিম্পিয়াড ২০১৭ এর অংশ হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় কুমিল্লা বিভাগের ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে এ অলিম্পিয়াড উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখা মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বক্তব্যের আগে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন করেন। বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড পতাকা উত্তোলন করেন বিশেষ অতিথি কুমিল্লা সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মুজিবুল হায়দার চৌধুরী ও কুমিল্লা বিভাগের ফিজিক্স অলিম্পিয়াড পতাকা উত্তোলন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সপ্তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০১৭ কুমিল্লা বিভাগের আহ্বায়ক বিজয় কৃষ্ণ রায়। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় সংগীতের পর ফিজিক্স অলিম্পিয়াড থিম সং পরিবশন করা হয়।

অলিম্পিয়াড উপলক্ষে অনুষ্ঠিত পরীক্ষায় কুমিল্লাসহ চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলার বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠানের ৩০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অধ্যাপক বিজয় কৃষ্ণ রায় বলেন, তিনটি ক্যাটাগরিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা। ‘বি’  ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা এবং ‘সি’ ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। প্রত্যেক ক্যাটাগরি থেকে উত্তীর্ণ ২০ জন পরীক্ষার্থী ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *