গোপালগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব
গোপালগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

গোপালগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

বিডি নিউজ ৬৪: গোপালগঞ্জে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু শেখ ফজলুল হক মনি সাংস্কৃতিক উৎসব। আজ শুক্রবার বিকেলে স্থানীয় শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ উৎসব শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে এ উৎসব উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির সভাপতি ও  জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

অন্যদের মধ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহবুবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী, সহসভাপতি মো. নাজমুল ইসলাম, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ প্রমুখ বক্তব্য দেন। পরে গোপালগঞ্জ জেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার জন্য পাঁচ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়।

সংগীতে রাখাল ঠাকুর, নাট্যকলায় বেলায়েত হোসেন, যাত্রা শিল্পে শিশির বিশ্বাস, চারুকলায় সাধন মজুমদার এবং যন্ত্র শিল্পে সচীন বিশ্বাস- এই পাঁচ গুণী শিল্পীকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক দেওয়া হয়। পরে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। গোপালগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠিনটি উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *