বিডি নিউজ ৬৪: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা এলাকায় কলেজছাত্রী সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। একই সময় তার সহপাঠী গুরুতর আহত হন।
আজ শুক্রবার সকালে কলেজে যাওয়ার পথে বোচাগঞ্জে এই দুর্ঘটনার শিকার হন তারা।জানা গেছে, বাইসাইকেলে চড়ে কলেজে যাবার সময় ঈশানিয়া এলাকায় সেতাবগঞ্জ মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ববিতা রানী শীলকে একটি ট্রাক ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ববিতা ঈশানিয়া গ্রামের ছবিলাল শীলের মেয়ে। এ সময় তার সহপাঠী চম্পা রানী আহত হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
বোচাগঞ্জ থানার এসআই কোরবান আলী জানান, লাশ উদ্ধারসহ আটক ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া দিনাজপুরে আলাদা একটি দুর্ঘটনায় আরেকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল